ঢাকা (রাত ২:৩০) শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে স্কুলছাত্রী অপহরণের পর উদ্ধার করল পুলিশ, থানায় মামলা

অপহরণকারী জুনায়েদ হোসেন
অপহরণকারী জুনায়েদ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার দুপুর ০২:০৮, ১৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে এজহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মোছা. আরুফাত ইসলাম আলিফা (১৫ বছর ৬ মাস) দাউদকান্দি পৌরসভার দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এজারের বর্ণনা মতে, অভিযুক্ত ১নং আসামি মো. জোনায়েদ হোসেন দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি অভিযুক্তদের অভিভাবকদের জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে অপহরণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত মাসের ২০ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে স্কুলে যাওয়ার পথে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে মাইক্রোবাসটি ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তদের বাড়িতে খোঁজ নিতে গেলে তারা বাদী ও স্বজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. আশরাফুল ইসলাম দাউদকান্দি মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

 

 

এ ঘটনায় গত ২৩ নভেম্বর ৪ জনকে এজহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। তিনি অভিযোগে মেয়ের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম জানায়, “পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT