ঢাকা (দুপুর ১২:১৭) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার ১২:৩৫, ২৩ এপ্রিল, ২০২৪

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাস্তা পার হতে গিয়ে একই পরিবারের চার জন নিহত হয়েছেন।

 

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে গেলে সঙ্গে থাকা আরও তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীনুল আলম।

 

 

নিহতরা হলেন— পাশ্ববর্তী তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৫০), তার মেয়ে শাহিনুর আক্তার (২৪) এবং শাহিনুরের মেয়ে রাইসা (দেড় বছর) ও সায়মা (৩)।

 

 

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম জানান,” দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয়দের সাহায্যে হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT