ঢাকা (বিকাল ৫:০১) শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে কিশোর ফাহিম হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার রাত ১১:০১, ১০ ডিসেম্বর, ২০২৫

কিশোর অটোচালক ফাহিম (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি রাসেল (২৫)কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার(১০ ডিসেম্বর)দুপুরে কুমিল্লা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর আসামি রাসেলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়,মঙ্গলবার(০৯ ডিসেম্বর)গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি রাসেলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল শেরপুর জেলার নকলা উপজেলার চক্কাকান্দা গ্রামের দারোগ আলীর ছেলে৷ সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের ফজলুল হক সরকারের ভাড়াটিয়া ছিল৷

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এহসান হাসান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি রাসেলকে গ্রেফতার করা হয়েছে৷ আসামি রাসেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন,
“ঘটনাটি ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার মূল আসামিকে গ্রেফতার করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময়েই চিহ্নিত করে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলমান রয়েছে।”

উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন সুইজ গেট সংলগ্ন খালপারে ফাহিমকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT