ঢাকা (রাত ১:০০) শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

তরুণীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, আসামী গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ০৮:৩৫, ১৯ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টায় সরদারকান্দি এলাকার আসামি মো. মনির (৩৭) তার নিজ বসতবাড়িতে একই এলাকার এক ভিকটিম তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম পাঁচ মাসের গর্ভবতী হয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম ও আসামি একই গ্রামের বাসিন্দা। আসামি পেশায় একজন বাবুর্চি এবং ভিকটিম তার সঙ্গে বাবুর্চির কাজ করতেন। একসঙ্গে কাজ করার সুবাদে আসামি ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ও তারিখে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি আসামিকে জানালে সে বিবাহ করতে অস্বীকৃতি জানায়।

পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ রেজাউল তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার মতলব থানা এলাকা থেকে আসামি মো. মনিরকে গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন,

“ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রযুক্তির সহায়তায় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীকে আজ কুমিল্লায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT