ঢাকা (রাত ১২:০৫) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চার জনের মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার সন্ধ্যা ০৭:৩০, ২৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের সদর ও গোমস্তাপুর উপজেলায় বজ্রপাতের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে বজ্রপাতে পৃথক পৃথক ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া পাড়ার শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২), নামোহড়মা এলাকার এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামের বিপুলের মেয়ে খুশী (১৩) ও গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর এলাকার নাজমুল হোসেনের মেয়ে শাহিদা খাতুন (১৩)।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান,ঝড়ের সময় কিশোর আল আমিন বাড়ির পাশের লিচুর বাগানে লিচু কুড়াতে গিলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া পৌর এলাকার অনুপনগরের বিলে ধান মাড়াই করার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে কৃষক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

অপরদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় খুশি ও শহিদা নিজ নিজ এলাকায় আম বাগানে আম কুড়াতে যায়। সে সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT