ঢাকা (রাত ১:৫৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগের দুই নেতা কারাগারে

নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার রাত ০৯:৫৮, ৩ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

রোববার (৩ নভেম্বর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে আসলে নাচোল আমলি আদালতের দ্বিতীয় বিচারক মোসা. ইসিতা শবনম জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়ন পরিষদের মাড়কৈল গ্রামের কুদ্দুসের আমবাগানে বাদীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন। এ সময় বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামীরা বাগানে অনধিকার প্রবেশ করে এবং স্থানীয় ইউপি সদস্য মেসবাউলের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপরও বাদী চাঁদা দিতে অপরাগতা জানালে অন্য আসামীরা বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আমবাগানের ক্ষতি সাধন করে।

 

এর আগে চলতি বছরের ২০ অক্টোবর রবিবার আওয়ামী লীগের ২৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে নাচোল থানায় চাঁদাবাজি, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামের বিএনপির নেতা এস্তাব আলী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT