চাঁপাইনবাবগঞ্জে গাড়িচালককে পেটালেন মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার রাত ০৮:০০, ২৬ জুলাই, ২০২১
সরকারি গাড়ি ব্যবহার করতে না দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির গাড়ি চালক আমির আলীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়।
এ বিষয়ে আহত গাড়ির চালক আমির আলী চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে সদর উপজেলায় এসে সাংবাদিকদের জানান, আমি উপজেলায় গাড়িতে বসেছিলাম। এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার ফোন করে তার কক্ষে ডেকে আমার কাছ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির চাবি কেড়ে নেন এবং তার সমর্থক লোকজনের হাতে দিয়ে ঘর থেকে বের হয়ে যান। কিন্তু সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আমাকে বকাবকি করতে পারেন এ ভয়ে পরে ম্যাডামের ঘর থেকে দৌড়ে গিয়ে তার কাছে বারবার গাড়ির চাবি চাইলেও তা না দিয়ে মোটরসাইকেল চেপে চলে যান। পরে মহিলা ভাইস চেয়ারম্যানের কয়েকজন লোক এসে আমাকে মারধর করে আহত করে।
এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার চাবি কেড়ে নেয়ার কথা স্বীকার করে জানান, দীর্ঘদিন থেকে ভিতরে ক্ষোভ রয়েছে আমাকে গাড়ি ব্যবহার করতে না দেয়ার। আমি সদর উপজেলা পরিষদের একজন সদস্য আর তাই পরিষদের সদস্য হিসেবে গাড়ি ব্যবহার করার অধিকার রয়েছে। তাছাড়া তিনি আওয়ামীলীগ করেন বলেও দাবি করেন। তবে গাড়ির চালককে মারধর করা হয়নি বলে তিনি জানান।
তবে মহিলা ভাইস চেয়ারম্যান গাড়ি ব্যবহার করতে পারবেন কিনা এই বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি জানান, মহিলা ভাইস চেয়ারম্যানের গাড়ি ব্যবহার করার কোনো আইনগত সুযোগ নাই। সরকারি কোন প্রোগ্রামে অংশগ্রহণ করতে গেলে ব্যক্তিগত গাড়ি ভাড়া নিয়ে যেতে হবে এবং সরকারিভাবে টিএডিএ দেয়ার নিয়ম আছে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা চেয়ারম্যানের বৈঠকে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।