ঢাকা (দুপুর ১:২৪) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে ফ্ল্যাট বাসায় চুরি

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock মঙ্গলবার রাত ০৮:৪৩, ২১ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে মোঃ মঞ্জুরুল হকের বাসার তালা ভেঙ্গে চুরি করে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর ) সকালে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। দুপুরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকার দ্বিতলবিশিষ্ট ‘আক্কাস ডিলার হাউস’ এর নিচ তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন মোঃ মঞ্জুরুল হক।

ঘটনার সময় কেউ বাসায় ছিলেন না। সকালে বাসা থেকে মঞ্জুরুল হক অফিসে চলে যান। ঘটনার দিন সকাল ১০টার সময় মঞ্জুরুল হকের স্ত্রী বাসার দরজায় তালা লাগিয়ে তার মেয়েকে স্কুল থেকে আনতে যান। ১০টা ৪০ মিনিটে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা, তালা পড়ে আছে বিছানার উপর। বাসার ভিতরে প্রবেশ করে দেখেন, ড্রেসিং টেবিল, ওয়াল সুকেস ও ভিতরের রুমের ওয়াড্রব খোলা এবং জিনিসপত্র, কাপড় চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

বাসার ওয়াল সুকেসের এর ড্রয়ারভেঙ্গে নগদ ১০ হাজার টাকা ও ৫ লাখ টাকার স্বর্নালংকার নিয়ে যায়।

মোঃ মঞ্জুরুল হক বলেন, চোর চক্র ঘরের তালা ভেঙে নগদ দশ হাজার টাকা ও ৫ লাখ টাকার স্বর্নের এক জোড়া হাতের বালা, এক জোড়া কানের দুল, এক জোড়া নূপুর ও একটি আংটি নিয়ে গেছে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, চুরির খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT