ঢাকা (সকাল ১০:৩৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব নদী দিবস পালিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার সন্ধ্যা ০৭:৩২, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলা  শাখার উদ্যোগে  রবিবার (২৭ সেপ্টম্বর) উলিপুর প্রেসক্লাব হল রুমে  ‘রাজনৈতিক সদিচ্ছার অভাবে অবৈধ নদী দখল, বালু উত্তোলনে নদীর গতিপথ পরিবর্তনে তীব্র ভাঙ্গন রোধ ও স্বাভাবিক পানি প্রবাহের দাবিতে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় বিপ্লব মন্ডলের সঞ্চালনায় তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  আরিফুল ইসলাম, উলিপুর উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান ও  তিস্তা নদী রক্ষা কমিটি জেলা শাখার প্রধান উপদেষ্টা আবু সাঈদ সরকার।

এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সহিদুল আলম বাবুল, সাংবাদিক মোন্নাফ আলী, মনজুরুল হান্নান, মমতাজুল হাসান করিমী, নূরবক্ত মিঞা, মানবতার ঘর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ ।

উল্লেখ্য,১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে থেকে রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবস পালন করে আসছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT