ঢাকা (সকাল ১০:৩৬) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কুমিল্লার তিতাসে আ.লীগ নেতাকে হ*ত্যা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার রাত ০৯:৫১, ১৮ ডিসেম্বর, ২০২৩

তিতাসে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস।

জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার ওই আওয়ামী লীগ নেতা উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর গ্রামের মো. মোস্তাফা কামাল মুন্সি।

ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ’এলাকাটি দুর্গম। রাস্তার সংস্কার কাজ চলায় আমরা হেঁটে যাচ্ছি। যতটুকু জানলাম দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। তবে কেন বা কে তাকে হত্যা করেছে তা পরে জানা যাবে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সাইদুর নামে একজনের নাম আমরা পেয়েছি-তার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’

তিনি আরও জানান, স্থানীয় সূত্রে জানা গেছে মোস্তফা কামাল মুন্সির সাথে ঘাতকদের পূর্ব শত্রুতা ছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT