ঢাকা (সকাল ৯:২১) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

আধিপত্য বিস্তারে শতাধিক ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাপাইনবয়াবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাপাইনবয়াবগঞ্জ Clock সোমবার রাত ০৩:২৪, ২৪ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুরে আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জনতার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামের মো. কসিমুদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া (৩৮)।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীরবর্তী স্থান হতে অবৈধভাবে মাটি-বালু কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বর্তমান মেম্বার রুহুল কাসারির সাথে আজিজুল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিলে। এ নিয়ে একাধিকবার সুন্দরপুর এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরই জের ধরে গতকাল শনিবার (২২ এপ্রিল) ঈদ-উল-ফিতরের দিন সন্ধ্যায় এলাকায় প্রায় ২০ টি ককটেলের বিস্ফোণ ঘটে।

এদিকে, রবিবার (২৩ এপ্রিল) বিকেলে আবারও রুহুল মেম্বার গ্রুপের সাথে আজিজুল গ্রুপের সমর্থকরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে জিয়ারুল ইসলাম জিয়া বোমার আঘাতে মারাত্মকভাবে গুরুতর আহত হলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহতসহ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT