৩০২ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার সকাল ১১:৩০, ২ জুন, ২০২০
শাকিল হোসেন শওকত, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: ১ জুন সোমবার দুপুর ২.৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চড় দূর্গাপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত-সোহরাব মুন্সি এর ছেলে মোঃ হাবিবুর রহমান (৩২) কে ৩০২ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব-১২। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন দূর্গাপুর উত্তরপাড়া গ্রামের নজর আলী মাস্টারের বাড়ীর পশ্চিম পাশে মগড়া বাজার হতে জোগারচড় গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কালিহাতি উপজেলার চড় দূর্গাপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত-সোহরাব মুন্সি এর ছেলে মোঃ হাবিবুর রহমান (৩২) কে ৩০২ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সিম কার্ড সহ গ্রেফতার করেন। পরে, সাক্ষীদের সম্মুখে তাকে জিজ্ঞাসাবাদ করলে, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে কালিহাতি থানার বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানায় সে। তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কালিহাতি থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। এ বিষয়ে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত বলেন,র্ রাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।