ঢাকা (রাত ২:২৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


২০টি দেশে ৪০০-র বেশি হলে ৬ ভাষায় মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

চলচ্চিত্র ২১১৪ বার পঠিত
Dard Movie - Shakib Khan
শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার সকাল ১১:৩৫, ১২ নভেম্বর, ২০২৪

সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউদের তারকা সোনাল চৌহান। তবে নভেম্বর মুক্তির কথা থাকলেও সিনেমাটির গান বা ট্রেলার কিছুই সেভাবে মুক্তি দেয়া হয়নি। পরিচালক কয়েকবার ঘোষণা দিলেও সেসব আসেনি।এ নিয়ে শাকিব ভক্তদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে জানা গেছে দেশের ৭০টি প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে ৪০০-র বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

এদিকে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ফেসবুকে এক পোস্টে শাকিব খানের এই সিনেমার পোস্টার শেয়ার করে প্রচার চালিয়েছেন।

জানা গেছে, প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হল ‘দরদ’। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, ‘বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান।
সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।’

পরিচালক অনন্য মামুনেন ভাষ্য, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা।

১৪৯ মিনিট দৈর্ঘ্যের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে। সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT