ঢাকা (বিকাল ৩:১২) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


১০৮পিচ ইয়াবা সহ আটক ০৩

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার ১২:১৮, ১৬ জুন, ২০২০

তারেক আল মুরশিদ, গাইবান্ধা থেকেঃ গাইাবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেনের নেতৃত্বে এসআই মো. রফিকুল ইসলাম, এএসআই রবিউল ইসলাম, এএসআই মো. রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদেরভিত্তিতে খামার জামিরা এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ মামলার আসামী ডাকাত সাইফুলের স্ত্রী পলি বেগম ও তার দুই সহযোগীকে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৫ (জুন) বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামের ১৪ মামলার আসামী ডাকাত সাইফুলের স্ত্রী পলি বেগম (৩৫) , সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুর গ্রামের মৃত আঃ জোব্বার ছেলে মোঃ রানা মিয়া (২৫),মৃত হাসেন আলীর ছেলে একরামুল ইসলাম (২৬)। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেন জানান, আসামী পলি বেগমের বাড়ী হতে ১০৮ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। উক্ত সময়ে মাদক বিক্রির টাকা সাত হাজার টাকা ও একটি ডাউন নীল কালো রঙ্গের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে । তিনি আরও বলেন, এই করোনাকালীন সময়ে যেখানে পুলিশ সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে কিছু মানুষ সবার অগোচরে মাদক ব্যবসা করে যাচ্ছে। অপরাধী তার অপরাধ বেশীদিন ঢেকে রাখতে পারেন না। অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT