ঢাকা (রাত ১:০২) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হারানো আরিফাকে ফিরে পাওয়া গেলো মৃত অবস্থায়

চাঁপাইনবাবগঞ্জ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার রাত ১০:০৩, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

অবশেষে নিখোঁজের ১০ দিন পর আরিফা আক্তার নামে আট বছরের এক শিশুর বস্তাবন্দী গলিত মরদেহ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৩ ফেব্রুয়ারী  শনিবার সন্ধ্যায় খেলা করার সময় একই স্থান থেকে নিখোঁজ হয় শিশু আরিফা।

 

মৃত আরিফা ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো. আহসান আলীর মেয়ে।

 

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মরহেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসের ৩ তারিখ শিশুটি মিসিং হয়।

অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শিশুটির পিতা আহসান আলী মেয়ের সন্ধান চেয়ে ওই দিনই ভোলাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শিশু আরিফার বস্তাবন্দী গলিত মরদেহটি উদ্ধার করে ভোলাহাট থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে কেউ হত্যা করে থাকতে পারে। পরে সকলের অগোচরে মরদেহ ফেলে গেছে। তবে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT