ঢাকা (রাত ৪:৩৭) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ রক্ষা পেয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। নিহত ১ জন, আহত ১১।

জাতীয়, রাজনীতি ২১৪৮২ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

Alauddin Islam Alauddin Islam Clock মঙ্গলবার বিকেল ০৫:২৫, ১৯ জুন, ২০১৮

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে ১১ জন।

 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির (গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বে) আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজের নির্বাচনী এলাকা দাউদকা্ন্দিতে একটি সামাজিক অনুষ্ঠানের অংশ নিতে খন্দকার মোশাররফ যাচ্ছিলেন। তাঁর গাড়িবহর আমিরাবাদে পৌঁছালে পেছনের দিক থেকে দুটি যাত্রীবাহি বাস চাপা দেয় বহরের মাইক্রোবাস ও প্রাইভেটকারকে। এতে মূল সড়ক থেকে ছিটকে পড়ে মাইক্রোবাস ও প্রাইভেকটার। এ সময় অল্পের জন্য খন্দকার মোশাররফ রক্ষা পেলেও উপজেলা ছাত্রদল নেতা রায়হান সবুজ নিহত হন। গুরুতর আহত হন ১১ জন।

আহতদেরকে গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT