ঢাকা (সকাল ৮:১৩) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সারা দেশে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে মৌলভীবাজারে সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার  মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার  Clock বুধবার সন্ধ্যা ০৬:২৪, ৭ অক্টোবর, ২০২০

এমসি কলেজে ছাত্রলীগের গণধর্ষণ ও নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনসহ দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৌলভীবাজারে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্তরে মারুফ আহমেদ খান পাবেল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব। ছাত্রছাত্রীদের মধ্যেথেকে বক্তব্য প্রদান করেন ছাত্রনেতা এম. এ. সামাদ, নবযুগ ছাত্র ও যুব পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম জয়, জুবের আহমেদ, রায়হান আহমদ, সানি আহমেদ,  আবির চৌধুরী, অপু আহমেদ, শাকিল আহমেদ, কোহিনুর আক্তার,  শাকিব আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের সাথে সবসময় আছেন বলে আশ্বস্ত করেন। সাধারণ ছাত্রছাত্রীরা সারা দেশে ধর্ষনের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার দাবি জানান।

এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগে গিয়ে শেষ হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT