ঢাকা (সকাল ৬:৫৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সেচ্ছাচারিতায় প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৩৩, ২১ মে, ২০২১

নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এবং ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির ৬জন সদস্যের পদত্যাগ করায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জানাগেছে,কমিটির বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মানিক দীর্ঘ দিন যাবত প্রেস ক্লাব পরিপন্থী কাজ করে আসছিল এবং ক্লাবের অন্যান্য সদস্য এমনকি কার্যনির্বাহী সদস্যদের কোন তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশী মত প্রেস ক্লাব পরিপন্থী কাজ ও একক সিদ্ধান্তে টাকার বিনিময়ে অযোগ্য ১৮জন নতুন সদস্য নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছিল যা প্রেসক্লাব পরিপন্থী হয়।

এমন কার্যকলাপের জন্য শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাবে এক জরুরী মিটিং আয়োজন করা হলে প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ভাবে রাতের আধারে ওই অযোগ্য সদস্যদের নামের তালিকা প্রেস ক্লাবের দেয়ালে লাগিয়ে দেয় যা প্রেস ক্লাব পরিপন্থী হওয়ায়।৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ৬ জন সদস্য পদত্যাগ করেন।

ওই দিন প্রেসক্লাবের সাধারণ সম্পদক গোলাপ খন্দকার, সহ সভাপতি, কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, ,দপ্তর সম্পাদক নয়ন বাবু, কার্যনির্বাহী সদস্য ছাদেক উদ্দীন সহ সর্ব মোট ১৬জন সদস্যদের মধ্যে ১৩ জন সদস্যদের নিয়ে জরুরী ভিত্তিতে এক বৈঠকে বসা হয়।

এসময় প্রেসক্লাবের সকল সদস্যদের মিটিংএ আসার জন্য আহব্বান করা হলেও রহস্যজনক কারণে সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুর রহিম ও সদস্য দছির উদ্দীন অনুপস্থিত থাকেন।

উপস্থিত ১৩ জনের মধ্যে ওই দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি কামরুল ইসলাম, এসময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য অনুষ্ঠানের সভাপতির নিকট তাদের স্ব স্ব পদত্যাগ পত্র প্রদান করেন।

তাদের পদত্যাগ করায় নিয়ম তান্ত্রিক ভাবে কমিটি ভেঙ্গে যাওয়ায় তারই সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রেসক্লাব পরিচালনার জন্য সাংবাদিক তছলিম উদ্দীন কে আহব্বায়ক ও জুলফিকার আলী সম্রাট, মনোয়ারুল ইসলাম, শরিফ তালুকদার ও প্রদীপ সাহাকে যুগ্ন আহব্বায়ক ও সদস্য সচিব করে মোট ৫সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আজ থেকে বর্তমান আহব্বায় কমিটি প্রেস ক্লাব পরিচালনা করবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT