ঢাকা (সকাল ১১:৫০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় ৪ শতাধিক রোগী পেলেন বিনামুল্যে চিকিৎসা সেবা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার রাত ১০:৩৪, ১৯ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার অসহায় মানুষকে বিনামুল্যে মাস্ক ও ওষধসহ চিকিৎসা সেবা দিতে সামাজিক দ্ররত্ব বজায় রেখে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’ এবং সামাজিক সংগঠন ‘অংকুর ইন্টারন্যাশনাল’ এর আয়োজনে ঘুড়িদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪ শতাধিক অসহায় রোগীদের সেবা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর বহমান মেডিকেল কলেজের ডা: নাজমুল ইসলাম, ডা: মাহবুবুর রহমান, ডা: মাহদী, ডা: নিরঞ্জন রায়, ডা: মেহেদী হাসান সাগর, ডা: মোজাম্মেল হক, সাংবাদিক জাহিদ খন্দকার ও মশিউর রহমান প্রমুখ।
চিকিৎসা নিতে আসা সেকেন্দার আলী নামের একজন রোগী বলেন, চরাঞ্চলের এই সব মানুষরা টাকার অভাবে এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে পারে না। আজ এখানে ফ্রি পরামর্শ ও ঔষধ পেয়ে আমরা আনন্দিত ।

ডু সামথিং ফাউন্ডেশনের পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ক্যাম্পে ৭ জন এমবিবিএস চিকিৎসক সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধসামগ্রী দেন। মেডিসিন, গাইনি, সার্জারি, শিশু, চর্মরোগসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হয়।

প্রসঙ্গত, ডু সামথিং ফাউন্ডেশন সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। ২০১৬ সাল থেকে মানবতার সেবায় কাজ করা সংগঠনটি করোনার শুরু থেকে ঝুঁকি নিয়ে দেশের ১২টি জেলায় বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT