শিবচরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলার ১ মাস পার হলেও আসামী ধরাছোয়ার বাইরে
মীর এম ইমরান,মাদারীপুর শনিবার রাত ০২:২৩, ৫ জুন, ২০২১
মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ী বাবু মোল্লার কান্দি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও মূল আসামীরা ধরাছোয়ার বাইরে রয়েছে।
বিভিন্ন সময় ওই মামলার বাদীকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামী পক্ষের লোকজন।
এ ঘটনায় আতংকে রয়েছে নিহত খবির শেখের পরিবারের লোকজন। আসামী গ্রেপ্তারে পুলিশের গাফিলতি রয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ রয়েছে।
পরিবার জানায়, গত ১৯ এপ্রিল সন্ধায় উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাবু মোল্লার কান্দি গ্রামে খবির শেখের বাড়িতে ঢুকে ঘর থেকে বের করে প্রতিবেশী বিরোধী পক্ষের ১০/১৫ জনের সন্ত্রাসী দল খবির শেখের ঘরে হামলা চালায়।
খবির শেখকে ঘর থেকে টেনে বের করে ঘরের দুয়ারের সামনে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঐ ঘটনায় নিহত খবির শেখের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। খবির শেখের ছোট ভাইসহ পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায় ঐ সন্ত্রাসী দল।
এ ঘটনায় ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় খবির শেখ মারা যান। গুরুতর আহত হন পরিবারের ৪সদস্য। হামলাকারীরা হলো-ফজলু মাদবর, সালাম মাদবর, মহসিন মাদবর, আলমগীর মাদবর, জোনায়াদে মাদবর, রোকন মাদবর, বালাম মাদবর, কালাম মাদবর, সজিব মাদবর, জুয়েল মাদবর, লিটন মাদবর, মোকসেদ মাদবর, সাখাওয়াত শেখ, সম্রাট শেখসহ অজ্ঞাত ৪/৫জন। নিহতের পরিবার ওই সমস্ত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান।
শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, ঘটনার পর নিহতের ছোট ভাই জসিম শেখ বাদী হয়ে মামলা দায়ের করে। অজ্ঞাতনামা এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।