ঢাকা (রাত ৯:০৪) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock রবিবার বিকেল ০৪:৫৬, ১৩ মার্চ, ২০২২

শিবচর কাদিরপুরের ঢালীর হাটের নিকটে আগুনে চারটি ঘর, তিনটি গরু, দুইটি ছাগলসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই।

মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুরের ৮ নং ওয়ার্ডের ঢালীর হাটে নিকটে শনিবার সন্ধ্যায় গোয়াল ঘরের মাশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ।

স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে পরে। এরি মধ্যে চারটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার বিষয়টি জানতে পেরে শিবচরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোয়াল ঘরের মশার কয়েলের আগুন থেকে অগ্নিসংযোগ শুরু হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোঃ আব্দুল হক বেপারী, মোঃ নুরুমিয়া বেপারী, মোঃ ইউসুফ খলিফা, মোঃ ইসরাফিল খলিফা। তাদের চারজনের ঘর বাড়ি এবং গৃহপালিত পশু সহ সব পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া চারটি পরিবারে মাঝে বইছে শোকের মাতম। আগুনে পুড়ে প্রায় ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT