ঢাকা (বিকাল ৩:৫৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ০৯:৩৫, ২৫ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় করোনাকালীন সহায়তা ও বাল্যবিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে বাংলাদেশ ইগনাইট ইয়থ সোসাইটি-বাইস শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি শাখার নিজস্ব ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

এ সময় করোনাকালীন সহায়তা ও বাল্যবিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভায় বাইস এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মোহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চককীর্ত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোফাখখারুল ইসলাম খাইরুল ও চককীর্ত্তি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রবিউল আলম তরুন।

আলোচনা সভায় বাইস এর সহকারী পরিচালক মোহা. সফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বাইসের অতিরিক্ত পরিচালক মো. জহিরুল ইসলাম, উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, মো. মতিজুল হক, মো.শহীদুল ইসলাম, চককীর্ত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাদিকুল ইসলামসহ সভায় এলাকার কাজী, ইমাম, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, অভিভাবকগণ, বিভিন্ন পেশাজীবি মানুষ এবং বাইসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে অসহায় ও দরিদ্র ২০জনকে করোনাকালীন সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, হ্যান্ড স্যানিটাইজার ও ১০টি করে মাস্ক দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT