লোহাগড়ায় হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে কটুক্তি করায় বাড়িতে ভাংচুর-অগ্নি সংযোগ
ইকবাল হাসান,নড়াইল শনিবার রাত ০২:৩৯, ১৬ জুলাই, ২০২২
প্রিয় নবী হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে ফেসবুক কমেন্টেসে, হিন্দু সম্প্রদায়ের সাহা বংশের একজন কটুক্তি করায় শুক্রবার (১৫ জুলাই) বিকেলে, কয়েকটি বাড়িতে ভাংচুরসহ একটি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার সংলগ্ন সাহা পাড়ায় এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ সহ শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র জানায়, প্রিয় নবী হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে ফেসবুক কমেন্টেসে কটুক্তি করায়, শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমজনতা বিক্ষুব্ধ হয়ে কটুক্তিকারী দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি গরম হয়ে উঠে। ধর্মপ্রাণ মুসলমান আমজনতা কটুক্তিকারী অশোক সাহার ছেলে আকাশ সাহা(২২)কে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরম উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার দোষী আকাশ সাহার পিতা অশোক সাহা(৫৫)কে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করেন।
বিভিন্ন সূত্র জানায়, সম্প্রতি অশোক সাহার ছেলে আকাশ সাহা তার ফেসবুক কমেন্টেসে প্রিয় নবী হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে নোংরা ভাষায় কটুক্তি করেন। বিষয়টি এলাকায় ব্যাপক জানাজানি হয়ে গেলে ধর্মপ্রাণ মুসলমান আমজনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কটুক্তিকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মপ্রাণ মুসলমান আমজনতা শুক্রবার বিকাল চারটার দিকে দিঘলিয়া সাহা পাড়ায় অশোক সাহার বাড়ি ঘেরাও করে।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিক্ষোভকারীদের উপযুক্ত বিচার দেবার আশ্বাস দিয়ে শান্ত থাকতে অনুরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার দোষীর পিতা অশোক সাহাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন শুক্রবার রাত ১০টায় জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। গুলি বর্ষণের বিষয়টি পরে জানাবো।
লোহাগড়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী জানান, ধর্মীয় অবমাননার দায়ে দোষীর পিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকটি বাড়িতে ভাংচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ সহ শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।