ঢাকা (রাত ১২:২১) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় ইউএনও’র অপসারন দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:৪৬, ২৬ ডিসেম্বর, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এ অনিয়মের
প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬
ডিসেম্বর) দুপুরে সদ্য প্রকাশিত নতুন তালিকায় বাদপড়া ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও পরিবারের আয়োজনে নড়াইল চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।

বিক্ষোভকারীরা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এ দুর্নীতির আশ্রয় নেয়ায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র এর অপসারণ ও বিচার দাবী
করেন। বাদপড়া মুক্তিযোদ্ধাদের অভিযোগ, সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধার তালিকায় নাম আসাদের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাছাই কমিটির সভাপতি
জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য মাহফুজুর রহমান লুলু অনিয়ম এর আশ্রয় নিয়েছেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
মুক্তিযোদ্ধা মোঃ মাছেম উদ্দিন, আব্দুল মোতালেব হালিম, মোঃ ইলিয়াস উদ্দিন, মোঃ মোন্তাজ লস্কর, মোঃ মোজাম্মেল হক প্রমুখ ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা।

এর আগে ২০১৭ সালে যাচাই-বাছাই এ লোহাগড়া উপজেলা থেকে মোট ৬৪৭ জন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় স্থান পায়। সর্বশেষ ২০১৯ সালের নভেম্বর
মাসে করা তালিকায় মাত্র ১৪৯ জনের নাম তালিকায় থাকায় উপজেলার মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ। সদ্যপ্রকাশিত তালিকায় অন্ততঃ ৪২ জন এর কাগজপত্র প্রমাণ ছাড়াই কেবল
স্বাক্ষ্যদান এর মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকায় স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ। তাদের দাবী এ তালিকা গ্রহণযোগ্য নয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র এ বিষয়ে বলেন, সঠিক নিয়মেই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে। তাদের অভিযোগ সঠিক নয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT