লোহাগড়ার শিশু শিক্ষা প্রতিষ্ঠান মেসেজ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত
ইকবাল হাসান,নড়াইল শনিবার দুপুর ০১:২৪, ৮ জানুয়ারী, ২০২২
নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র (লক্ষীপাশাস্থ) পৌরসভা অফিস পাশ্ববর্তী নির্ভরযোগ্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান মেসেজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। একই সাথে শিক্ষার উন্নয়নে সংক্ষিপ্ত আলোচনাসভাও অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শ্রী ভরত চন্দ্র বিশ^াস এর সভাপতিত্বে বই বিতরণ ও আলোচনাসভায় বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, সহকারী শিক্ষক বিউটি খানম, শিক্ষক ও সাংবাদিক কাজী আল মামুন প্রমুখ।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শ্রী ভরত চন্দ্র বিশ্বাস জানান, এখানে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাতৃস্নেহে শিক্ষাদান করা হয়। সুষ্ঠু ও ছায়াসুনিবীড় পরিবেশে প্রতিষ্ঠানের শিক্ষকরা আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা করে থাকেন।