ঢাকা (রাত ৩:২০) সোমবার, ১৩ই মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News চাঁপাইনবাবগঞ্জে ভাইকে হত্যা মামলায় ভাই কারাগারে Meghna News চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল মাদ্রাসায় Meghna News দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাশের হার ৯০.৯৩, ৪১ জন জিপিএ-৫ Meghna News দাখিল ফলাফল ২০২৪ – ব্রাহ্মনচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – সোনারচর উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি উচ্চ বিদ্যালয় Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মুগারচর কে.আলী উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মেঘনা উপজেলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – সাহেরা-লতিফ মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়

লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ



নড়াইলের লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের; বর্তমান গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি উজ্জ্বল গাঙ্গুলী। এর আগে ওই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন; বর্তমান সভাপতির মামা বাসুদেব ব্যানার্জী এবং পিতা বিশ্বনাথ গাঙ্গুলী।

ইতনা গ্রামের মৃত মির্জা সরোয়ার হোসেনের ছেলে; মোঃ মির্জা শহীদ গত ১৫ জুন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান বরাবর; সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ লিখিতভাবে দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন; বর্তমান সভাপতি উজ্জ্বল গাঙ্গুলী একজন মাদকসেবী ও অন্যান্য নারী আসক্ত এবং দুর্নীতি পরায়ণ। প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগে লাখ লাখ টাকা আত্মসাৎসহ; উন্নয়নের লোভ দেখিয়ে প্রতিষ্ঠানের গচ্ছিত লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

মোঃ মির্জা শহীদ আরো অভিযোগ করেন, বিভিন্ন দপ্তরে অভিযোগ দেবার কারনে; ক্ষিপ্ত হয়ে গত ৬ আগষ্ট সভাপতি উজ্জ্বল গাঙ্গুলী তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আমার ফোনে ফোন করে; আমাকে গালিগালাজ, ভয়-ভীতি ও হুমকি প্রদান করেছেন। এ ঘটনায় আমি নড়াইল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গত ১০ আগষ্ট মামলা দায়ের করেছি।

লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত প্রতিবেদন পেয়ে; নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান (গত ৮ আগস্ট স্বাক্ষরিত) তদন্ত প্রতিবেদন; শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান বরাবর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে প্রেরণ করেছেন।

প্রতিষ্ঠানের সভাপতি উজ্জ্বল গাঙ্গুলী এ বিষয়ে বলেন, গ্রামের কিছু লোকের পরামর্শে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। অযথা আমাকে হয়রানি করছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT