রাজারহাট হানাদার মুক্ত দিবস পালিত
রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) রবিবার রাত ০৮:১৩, ৬ ডিসেম্বর, ২০২০
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর রবিবার রাজারহাট হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারেও উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাঁটমারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, রাজারহাট থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, রাজারহাট হাসপাতাল, প্রেসক্লাব রাজারহাট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজারহাট শাখা পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু), উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রজব আলী, বীর মুক্তিযোদ্ধা মন্টু কার্জ্জী প্রমূখ।
পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।