ঢাকা (রাত ৪:১৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রাজশাহী মহানগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ এক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:০৬, ১৩ জুন, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ   রাজশাহীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকাল সোয়া ৫টায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. সইবুর রহমান (৫০)। এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী মহানগর দামকুড়া থানাধীন আলীমগঞ্জ ন্যাশনাল ফিলিং স্টেশনের সামনে অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী সইবুরকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ৩ শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT