ঢাকা (রাত ১:৫২) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী ফেনসিডিল সহ চাঁপাইনবাবগঞ্জে আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার ১২:১৭, ২০ ডিসেম্বর, ২০২০

সরকারি গাড়িতে করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বহনের সময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মো. নুরুজ্জামানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা। এ সময় তার সাথে থাকা এক সহযোগীকেও আটক করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার রেহাইচর সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ও পরিদর্শক মো. সাইফুর রহমান শনিবার রাত দেড়টার দিকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মহানন্দা সেতুু সংলগ্ন টোল ঘরের কাছে একটি সরকারি পাজেরো গাড়িকে থামতে বলা হয়। পরে গাড়ীতে তল্লাশিকালে গাড়ির চালক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মো. নুরুজ্জামানের পাশে বসা সহযোগী সাজিদের পায়ের কাছ থেকে ৫টি কোল্ড ড্রিংক্সের বোতলে প্রায় ৬৫ বোতল সমপরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত সরকারি গাড়িটি জব্দ করা হয়। তবে যেহেতু তিনি (নুরুজ্জামান) একজন সরকারি কর্মকর্তা সেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) মো. জাফরুল্লাহ কাজল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT