মৌলভীবাজারে নামাজ প্রতিযোগিতায় উত্তীর্নদের মাঝে বাইসাইকেল বিতরন
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার শুক্রবার রাত ১১:২০, ২ জুলাই, ২০২১
মৌলভীবাজারে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারি যুবকদের মাঝে ৪০ দিনের এক ব্যতিক্রমি প্রতিযোগিতার আয়োজন করেছে মৌলভীবাজার পৌর এলাকার অরেঞ্জ টিলা ২ নং ওয়ার্ডের যুবসমাজ। যাহারা নিয়মিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত করে একাদারে ৪০ দিন জামাতের সহিত ফজর থেকে এশা পর্যন্ত নামাজ আদায় করেছেন এমন সফল ১৩ জন প্রতিযোগী যুবকদের মাঝে শুক্রবার ২ জুলাই জুম্মার নামাজের পর মৌলভীবাজার সরকারি কলেজ জামে মসজিদ প্রাঙনে মসজিদের খতিব ও ইমাম সাহেবের উপস্থিতিতে উত্তীর্নদের মাঝে পুরস্কার স্বরুপ বাই সাইকেল বিতরন করা হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.ফজলুল আলী (প্রফেসর মৌলভীবাজার সরকারি কলেজ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তারেক আহমদ(শিক্ষক মৌলভীবাজার সরকারী কলেজ),জনাব আসাদ হোসেন মক্কু কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভা।মেরাজ হোসেন হাজারী সভাপতি BMPA ও (সমাজ কর্মী) জনাব মোবারক খান আলমগীর(সমাজ কর্মী) মোঃ সাব্বির হোসেন হাজারী (উদ্দোক্তা ও সমাজ কর্মী)।
মেরাজ হোসেন হাজারী বলেন, আমাদের অরেঞ্জটিলা এলাকার যুবসমাজের উদ্দোগে ও এলাকার প্রবীণ মুরব্বি জনপ্রতিনিধি ও দেশে বিদেশে অবস্থানরত সকল প্রবাসিদের ঐকান্তিক প্রচেষ্টায় ও সকলের সহযোগিতায় আজ আমরা আমাদের এলাকায় এই ব্যতিক্রমি প্রতিযোগিতার আয়োজন করেছি।
তিনি বলেন, আমরা মুসলিম জাতি আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা চাই শান্তি, আমরা চাই আমাদের এলাকার সকল ধর্মপ্রান যুবক নবীণ ও প্রবিণরা যেনো এভাবেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। জানিনা সারা দেশের মধ্যে আমাদের এলাকায় এই প্রথম এরকম উদ্দোগ নেয়া হয়েছে কিনা তবে আমরা চাই আমাদের এলাকার পাশাপাশি সারাদেশ ও বিশ্বে যুব সমাজকে সুন্দর পথ ও নামাজে উৎসাহী করতে এই ব্যতিক্রমি উদ্দোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, আজকে যে এই যুব সমাজের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে আমরা ভবিষ্যতেও যেনো বারবার তাদের মুখে এই আনন্দের হাসি ফুটাতে পারি।
প্রতিযোগীতায় উত্তীর্নদের নামের তালিকা
১/আরাফাত রহমান সানি
২/ রাব্বি শেখ
৩/মোঃ রিফাত
৪/আরিয়ান রহমান
৫/সায়মুল আজাদ সানী
৬/ শাহ ইমতিয়াজ হক শাফী
৭/সোহান আহমেদ
৮/মিলাদ মিয়া
৯/ মোঃ রাব্বী
১০/ মোঃ ছাদিকুর রহমান হৃদয়
১১/ইফতেখারুজ্জামান মাহি
১২/ মুরাদ
১৩/অলি উললাহ।