ঢাকা (রাত ১২:৫৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মেঘনা নদীতে বালু উত্তোলন, হাইকোর্টের স্থগিতাদেশ

জাতীয় ২২৩০১ বার পঠিত

Alauddin Islam Alauddin Islam Clock শনিবার দুপুর ০৩:২৭, ১০ জুন, ২০১৭

মেঘনা নদীতে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ কোর্টে বহাল রয়েছে। উপজেলার মেঘনা নদীর তিনটি মোজায় বালু উত্তোলনের ফলে নদীর আশপাশের এলাকা নদী ভাংগনের কবলে পড়ে।
স্থানীয় স্বেছাসেবী সংগঠন “উত্তরণ”এর সভাপতি হুসাইন মোহাম্মদ মহসীন বালুকাটার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রেক্ষিতে গত ১১ এপ্রিল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের সাইফুর রহমান উপজেলার সেনের চর,সাপমারা চরের গা,ভাসানিয়া দড়ির চর মোজায় বালু উত্তোলন স্থগিতাদেশ দেন। এদিকে হাই কোর্টের রায়ের বিরদ্ধে জালাল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাকির হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৫ই মে আপিল করেন।
ফলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে আপিলের আবেদন টি খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন। মামলায় হুসাইন মোহাম্মদ মহসীন এর পক্ষে শুনানি করেন এডভোকেট এস এম মুনির,এডভোকেট আলমগীর কবির,এডভোকেট সাইফ উদ্দিন রতন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT