মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন এক পুলিশ সদস্য
মীর এম ইমরান,মাদারীপুর শুক্রবার দুপুর ০৩:০৯, ১৬ এপ্রিল, ২০২১
মাদারীপুরের ডাসারে বিদ্যুৎ স্পৃষ্টে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাড়ীর পাশের পুকুরে মটর দিয়ে পানি সেচকালে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে ঘটনা স্থলেই মাড়া যান ঐ পুলিশ সদস্য। ঘটনাটি আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার থানার গ্রামের মৃত:সৈয়দ খালেক হোসেনের ছেলে,সৈয়দ হায়দার হোসেন(৫৫) নামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। আজ সকালে বাড়িতে র্দীঘদীন থেকে ফেলে রাখা মোটর দিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার জন্য পুকুর পাড়ে স্থাপন করেন। পরক্ষনে মোটরে বিদ্যুৎ দিয়ে ভিজা কাপড় ও শরীরে মোটর র্স্পশ করলে বৈদ্যুতিক সট সার্কিটে বিদ্যুতায়ীত হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যায়।
অনেক ক্ষন তাকে না দেখে পুকুর পাড়ে গেলে মোটার ধড়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্য ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে। সৈয়দ হায়দার হোসেন ২০১৭ সালে রাজার বাগ পুলিশ লাইনে টেলিফোন অপারেটর কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহন করেন।
ডাসার থানার অফিসার ইনর্চাজ হাসানুজ্জামান জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি, এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।