ঢাকা (সকাল ১০:২৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার ১২:৫২, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ভোলায় একসঙ্গে তিন শিশু সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূ। এদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা সদর রোড়ে মোহনা ডায়াগনস্টিক ও হাসপাতালের এ তিন যমজ শিশু সন্তান জন্ম দেন ওই গৃহবধূ।

গৃহবধূ সুমাইয়া আক্তার ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহীমের স্ত্রী।

ভোলা মোহনা ডায়াগনস্টিক ও হাসপাতালের পরিচালক মো. ইউনুছ শরীফ বলেন, সন্ধ্যার দিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন শিশু সন্তানের জন্ম দেন ওই নারী। সন্ধা সাড়ে ৬টার দিকে একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। পরে আরও একটি ছেলে ও মেয়ে সন্তান জন্ম দেন সে। মা ও শিশুরা সুস্থ রয়েছে। হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, ওই প্রসূতির পরিবার আগে থেকেই যমজ শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। সফল ও সুস্থ্য ভাবে শিশু জন্ম হওয়ায় খুশি তাদের স্বজন ও পরিবার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT