ঢাকা (রাত ৮:৫০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় অটোবোরাক ও অটোরিক্সা চোর চক্রের চার সদস্য আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার সন্ধ্যা ০৭:৪৭, ২১ সেপ্টেম্বর, ২০২২

ভোলায় ব্যাটারী চালিত অটোবোরাক ও অটোরিক্সার চুরি ও ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি অটোরিক্সা, বোরাক ও নগদ ৭৮ হাজার টাকাসহ চুরি ও ছিনতাইয়ের কাজে ব্যবহ্নত বিভিন্ন সমঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন-চোর চক্রের মূল হোতা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা মো. মিলন ফরাজী ও তার সঙ্গী মো. নয়ন, মো. সিদ্দিক মৃধা ও মো. লিটন হাওলাদার।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এসময় ফরহাদ সরদার বলেন, আটককৃত চোর চক্রটি দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন স্থানে অটোবোরাক ও অটোরিক্সা চুরির সঙ্গে জড়িত। গতকাল মঙ্গলবার মোহাম্মদ মান্নান নামের এক ব্যক্তি তার অটোরিক্সা চুরি হয়ে যাওয়ায় ভোলা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ ভোলা শহরের বিভিন্ন স্থান অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে নয়নকে আটক করে।

পরে পুলিশ নয়নকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে চোর চক্রের মূল হোতা মো. মিলন ফরাজীসহ চক্রের আরো তিন সদস্যকে আটক করা হয়। এসময় মিলন ফরাজী একটি গোডাউন থেকে ৫টি অটোরিক্সা, অটোবোরাক জব্দ ও চোরাইকৃত অটোরিক্সা ও বোরাক বিক্রির ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ৪ চোর চক্রের সদস্যকে উদ্ধাকৃত মালামালসহ দুপুরেই আদালতে সোর্পদ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT