ভৈরবে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় ফের দোকানপাট, মার্কেট বন্ধ ঘোষনা
নিজস্ব প্রতিনিধি শনিবার দুপুর ০১:৪১, ৬ জুন, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ভৈরবে করোনাভাইরাসের অবনতি হওয়ায় আবারও মার্কেটসহ সকল দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বড় বিপর্যয় এড়াতে আগামী ১৫ দিন মার্কেটগুলোসহ সকল প্রকার দোকান বন্ধ থাকবে।
তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে। শুক্রবার ( ৫ জুন ) থেকে আগামী ২০ জুন পর্যন্ত ভৈরবকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ০৪ জুন) পর্যন্ত ভৈরবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪ জন। আর নতুন করে আরো ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বড় বিপর্যয় এড়াতে বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জরুরী সভার আহ্বান করে পরে স্থানীয় প্রশাসন ও ভৈরব চেম্বারের যৌথ উদ্যোগে শুক্রবার ( ৫ জুন ) থেকে আগামী ২০ জুন শনিবার পর্যন্ত ১৫ দিনের জন্য এখানকার সকাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সতর্কতার জন্য শুক্রবার থেকে ভৈরবের পৌর নিউ মার্কেট,কাপড় পট্টি, ছবিঘর ও জাহানারা শপিংকমপ্লেক্স, কাচারি রোড,হাজী আসমত টাউয়ার, সালামপ্লাজা,পৌর মার্কেট,মিতালী মার্কেটসহ অন্তত ২ হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এক গণ বিজ্ঞপ্তিতে। তবে ধান-চালের আড়ৎগুলি সকাল ১০টা থেকে ৪টা এবং পেঁয়াজ-রসুনের আড়ৎ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে বলে নিশ্চিত করেছেন ভৈরব চেম্বার সভাপতি আলহাজ্ব মো. হুমায়ূন কবির।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায় আজ থেকে আগামী ২০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে ফার্মেসি খোলা থাকবে ২৪ ঘন্টা এবং নিত্যপণ্য, কাঁচামালের বাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে।
কেউ লক ডাউন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।