ভৈরবে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু,আইইডিসিআরের নিয়ম মেনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ০৯:০৪, ১৭ জুন, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আজাদ (৭০) নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আজাদ ভৈরব শহরের ভৈরবপুর মধ্যপাড়া মরহুম সৈয়দ লাল মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, তিনি কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ করোনাভাইরাস উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার (১৬ জুন) তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান। মৃত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আজাদ পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, রফিকুল ইসলাম মহিলা কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও ভৈরব পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় মরহুমের বাড়ির মসজিদের সামনে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আইইডিসিআরের নিয়ম মেনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভৈরব পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।