বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ইবাদুর রহমান জাকির শনিবার সন্ধ্যা ০৭:১১, ২১ আগস্ট, ২০২১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহন করার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল ৯ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন এই অর্থদণ্ড প্রদান ও আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯ টায় ইউ/পির করমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে টিলার মাটি কেটে ট্রাক্টরে করে পরিবহনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যব্যস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে টিলা কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।