ঢাকা (ভোর ৫:০৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় বিপুল পরিমান নাসির বিড়ি উদ্ধার;আটক ১

মোঃইবাদুর রহমান জাকির  মোঃইবাদুর রহমান জাকির  Clock সোমবার রাত ১১:৩৪, ২০ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৪ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি বিড়ি পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ও তার (জাহাঙ্গীর) ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

জাহাঙ্গীর বড়লেখার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামের বদর উদ্দিন ওরফে বদই মিয়ার ছেলে।

অভিযানে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্ব উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ, উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানসহ একদল পুলিশ অংশ নেয়।

এ ঘটনায় বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে ১৯৭৪ ইংরেজি সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথে নাসির বিড়ি এনে বিক্রির কথা স্বীকার করেছে। বিড়ি উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীর ও অজ্ঞাতনামা আরও দুজনের নামে মামলা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT