ঢাকা (রাত ১২:৪৩) শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় জামাতে সালাত আদায়কারীদের জন্য প্রতিযোগিতার উদ্বোধন

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock বুধবার রাত ১১:০৩, ৭ অক্টোবর, ২০২০

“ওই ডাকছে মুয়াজ্জিন!  নামাজ পড়ো হে মুমিন,যদি পড়ো নামাজ সুন্দর হবে সমাজ”

এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের “এস সি ফ্রেন্ডস সোসাইটির” কর্তৃক ব্যাতিক্রমী আয়োজন ৪০ দিন তাকবীরে উলার সহিত নামাজ আদায় কারীদেরকে পুরুস্কৃত করার প্রতিযোগিতার (৭অক্টোবর)বুধবার দুপুরে গ্রামের মসজিদে শুভ উদ্বোধন করা হয়,এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন(মাতাই)সুড়িকান্দি কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা ওলীউর রহমান,সুড়িকান্দি গ্রামের মুরব্বি হাজী মুছব্বির আলী,এস সি ফ্রেন্ডস সোসাইটির চেয়ারম্যান হাফিজুর রহমান ফাহিম,ভাইস চেয়ারম্যান সুলতান, সেক্রেটারি সাইফুল ইসলাম ,সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমেদ, লুৎফুর রহমান, কাদির বিন মাহমুদ ইবনে রাব্বি, কামরান আহমেদ, সহ সেক্রেটারি আদনান আহমেদ মিজান সহ ক্লাবের সকল সদস্য রেজিষ্টিশনকৃত প্রতিযোগী প্রার্থী ও মসজিদের ইমামগণ সর্বস্তরের জনতা।

প্রতিযোগীতা শুরু হবে নিন্মাক্ত শর্ত সাপেক্ষে

শর্তাবলী:

১. পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহীত একাধারে ৪০ দিন পড়তে হবে।

২. বয়স ৭ থেকে ২৫ বছরের ভিতর হতে হবে।

৩. সুড়িকান্দি গ্রামের স্থানীয় বাসিন্দা হতে হবে।

৪. জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় পরিচয় পত্র দ্বারা রেজিস্ট্রেশন কারী।

৫. রেজিস্ট্রেশন কৃত মসজিদে তাকবীরে উলার  সহিত নামাজ আদায় করতে হবে।

৬.তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতে না পারলে কোন মন্তব্য/অভিযোগ গ্রহণযোগ্য নহে।

৭.প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করা হবে, উক্ত আলোচনা সভায় উপস্থিত হতে হবে

৮.২৫ বয়সের ঊর্ধ্বে সবার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে।

আগামীকাল(৮অক্টোবর)তারিখ ফজর থেকে আমাদের ৪০ দিন তাকবীরে উলার সহিত নামায আদায় কারীদের কে বিজয়ী ঘোষণা করা হইবে।

পরে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT