ঢাকা (দুপুর ২:৩১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখায় আট বস্তা (ওএমএস) চাউল উদ্ধার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার দুপুর ০১:৫৬, ১১ এপ্রিল, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ভাটাউচি গ্রামের শুক্কুর আলীর বাড়িতে থেকে চালগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উপজেলার ৪নং উত্তর শাহবাজপুরের নির্ধারিত চাল ডিলার সুলেমান মিয়া চালগুলো কালোবাজারে বিক্রির জন্য ভাটাউচি গ্রামের শুক্কুর আলীর বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানকে জানান। পরে ইএনওর নির্দেশে খাদ্য অধিদপ্তরের লোকজন ও শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্কুর আলীর বাড়িতে গিয়ে চালগুলো উদ্ধার করে। শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন শুক্রবার রাতে বলেন, ভাটাউচি গ্রামের শুক্কুর আলীর বাড়ি থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল ডিলার সুলেমান মিয়া চালগুলো কালোবাজারে বিক্রির জন্য ভাটাউচি গ্রামের শুক্কর আলীর বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। চালগুলো খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বড়লেখা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত ম্যনেজার দীপক সুত্র ধর বলেন এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। তাদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT