ঢাকা (ভোর ৫:২৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১০:৪১, ১৪ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৯ তম শাহাদাত বার্ষিকী।

এ উপলক্ষ্যে সোমবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার রেহাইচরে অবস্থিত বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

এ সময় প্রথমে জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জাকিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন আখতার, সহকারী কমিশনার চন্দন কর, রওশনা জাহান, আশিষ মমতাজ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুল হাই, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুর রহমান, ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেনসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় পতাকা উত্তোলন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এদিকে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল ইসলাম এর সমাধীস্থলে ও সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্টে গণকবরেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার শ্রেষ্ঠ সন্তান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT