ঢাকা (সন্ধ্যা ৬:১৮) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতার প্রবাসী বাংলাদেশীর মৃত্যু : বাড়িতে শোকের ছায়া

জুনেদ আহমেদ
জুনেদ আহমেদ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৪:০৭, ১৬ অক্টোবর, ২০১৯

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ কাতারে বিদ্যুতায়িত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুনেদ আহমেদ নামের এক যুবক মৃত্যু বরন করেছে। রোববার (১৩ অক্টোবর) কাতারের সময় সন্ধ্যার পর কাজ শেষে বাসায় ফিরে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

বাংলাদেশ সময় প্রায় রাতে ১০ ঘঠটিকার সময় তার নিজ বাড়ি, মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবারের কাছে জুনেদের মৃত্যুর খবর আসে।

এমন দুঃসংবাদে জুনেদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়িতে এসে আহাজারি করছেন স্বজনরা। জুনেদ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের ব্যাবসায়ী আব্দুল হান্নানের দ্বিতীয় ছেলে।

পরিবারের সদস্যরা জানান প্রায় আড়াই বছর আগে জীবিকার জন্যে কাতার যান পাড়ি জমিয়েছিল জুনেদ।
দুর্ঘটনার পর কাতারে জুনেদের প্রতিবেশীরা পুলিশকে খবর দেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জুনেদের এক নিকট আত্মীও জানান।

তবে, জুনেদর মৃতদেহ কবে দেশে পাঠানো হবে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কেনো মন্তব্য করেন নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT