ঢাকা (সন্ধ্যা ৬:২২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বাংলাদেশের ইতিহাসে সেরা বিসিবি সভাপতি হব – সাকিব

সাকিব আল হাসান - নাজমুল হাসান পাপন
সাকিব আল হাসান - নাজমুল হাসান পাপন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক Clock রবিবার সকাল ১১:৩৫, ১৪ জানুয়ারী, ২০২৪

একই সঙ্গে এখন দুই দায়িত্বে নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির সঙ্গে সম্প্রতি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি। যদিও জানিয়েছেন, শিগগিরই বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দেবেন। দেশের ক্রিকেটে আলোচনায় কে হবেন পাপনের উত্তরসূরী।

এর মধ্যেই গতকাল শুক্রবার আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এখনও পেশাদার ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। এমনকি তিন ফরম্যাটেই অধিনায়কও। তবে ভবিষ্যতে সুযোগ পেলে যে বিসিবি সভাপতির দায়িত্ব নেবেন, সেই সাক্ষাৎকারে এ ব্যাপারে জানিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘বিসিবি সভাপতি হতে পারলে ভালোই লাগবে। বাকিটা জানি না। কখনো যদি এই সুযোগ আসে আমি হাতছাড়া করব না। ’

সাকিব চাইলেও এখন দায়িত্ব নেওয়া সম্ভব না। কারণ তাকে আগে বিসিবি পরিচালক হতে হবে। এর বাইরেও এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, এখনও আরও দুই-তিন বছর খেলা চালিয়ে যেতেন। তবে সুযোগ পেলে খেলার মাঠের মতো সভাপতির দায়িত্বেও সেরা হবেন বলে বিশ্বাস সাকিবের।

তিনি বলেন, ‘(বর্তমান সভাপতি নাজমুল হাসান) পাপন ভাই এতদিনে অনেক কিছু করে ফেলেছেন। তার এই অর্জনকে ছোট করে দেখার উপায় নেই। আমি বিশ্বাস করি, আমি যদি সভাপতি হই, তখন বাংলাদেশের ইতিহাসে সেরা বিসিবি সভাপতি হব। ’

‘এটা আমার বিশ্বাস। (সভাপতিত্ব) পাই, না পাই সেটা পরের কথা। চিন্তাই যদি না থাকে সেরা হওয়ার, সেরা কাজটা কীভাবে করব?’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT