ঢাকা (দুপুর ১:৩৯) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে ছাত্রের মৃত্যু

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার সন্ধ্যা ০৬:৩৫, ২৪ জানুয়ারী, ২০২২

নড়াইলে মাদ্রাসা শিক্ষকের বেদম মারপিটে মাদ্রাসার ছাত্র মোঃ আরিফ বিল্লাহ(৯) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। রবিবার(২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রের মৃত্যু হয়।

এলাকাবাসী, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার লংকারচর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলামের ছেলে মোঃ আরিফ বিল্লাহ শালনগর ইউনিয়নের মন্ডলবাগ এতিম খানা রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজিয়া শ্রেণিতে পড়াশোনা করতো।

গত সোমবার (১৭ জানুয়ারি) মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লার দুইশত টাকা মাদ্রাসা থেকে হারিয়ে যায়। ওই শিক্ষক চোর সন্দেহে মাদ্রাসার বেশ কজন ছাত্রকে মারপিট করেন। এমনকি হাফেজি বিভাগের ছাত্র মোঃ আরিফ বিল্লাহকে রাত ৮টার দিকে মারপিট করেন ওই শিক্ষক। অসুস্থ হবার পর থেকে মোঃ আরিফ বিল্লাহ মন্ডলবাগ গ্রামের আত্মীয় হাফিজুর রহমান মুন্সীর বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

গত রবিবার(২৩ জানুয়ারি) সন্ধ্যায় ওই ছাত্র বেশি অসুস্থ হয়ে পড়লে হাফিজুর রহমান মুন্সী বিষয়টি ছাত্রের বাবাকে জানান। ওই ছাত্রের ফুপা খবর পেয়ে ওই ছাত্রকে তার বাড়িতে নিয়ে যান। সেখানেই ওই ছাত্রের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই লোহাগড়া থানায় ওই ছাত্রের লাশ নিয়ে আসে।

নিহত ছাত্রের বাবা মোঃ নুর ইসলাম জানান, আমার ছেলেকে শিক্ষক মোঃ আব্দুল্লা বেদম মারপিট করেছে। যে কারনে আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি মামলা করবো।

অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, সোমবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT