ঢাকা (রাত ৩:৫৪) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আওয়ামী লীগ নেতা খুন

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৮, ৩১ মে, ২০২২

পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে, নড়াইলের লোহাগড়ার তেলকাড়া গ্রামে ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন, আওয়ামী লীগ নেতা নিজাম শেখ (৫১)।

সোমবার(৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে নিজামের মৃত্যু হয়। নিহত নিজাম শেখ কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তেলকাড়া গ্রামের মধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা, নিজাম শেখের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ডিউটি অফিসার এ,এস আই আকিজ (মঙ্গলবার ভোরে) নিজাম শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT