নড়াইলে থেমেছে মহানবীকে (সাঃ)-কে ফেসবুকে কটুক্তি করা নিয়ে সৃষ্ট উত্তেজনা
ইকবাল হাসান,নড়াইল রবিবার রাত ০১:৫৩, ১৭ জুলাই, ২০২২
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়ায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে ফেসবুক কমেন্টে কটুক্তি করা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশাসন, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে থেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসনের নির্দেশে শনিবার দিঘলিয়া বাজারের সকল দোকানপাট বন্ধ থাকলেও রবিবার থেকে বাজারের বেচাকেনা চলবে।
সূত্র জানায়, মহানবী হযরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে ফেসবুক কমেন্টে কটুক্তি করায় গত শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান বিক্ষুব্ধ হয়ে, কটুক্তিকারী দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার বাড়ি ঘেরাও করলে, পরিস্থিতি গরম হয়ে উঠে। ধর্মপ্রাণ মুসলমান কটুক্তিকারী অশোক সাহার ছেলে আকাশ সাহা(২২)-কে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চরম উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার দোষী আকাশ সাহার পিতা অশোক সাহা(৫৫)-কে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
শনিবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স.ম ওহিদুর রহমান দফায় দফায় দিঘলিয়ার সাহা পাড়া পরিদর্শন করেন।
প্রশাসন, নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা দেন। বিকেলে বাংলাদেশ হিন্দু-খ্রীষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিক্সন ঘোষ এর নেতৃত্বে একটি টিম সাহাপাড়া পরিদর্শন করে। তিনি ক্ষতিগ্রস্থদের পাশে আছেন এবং থাকবেন বলে জানান।
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স.ম ওহিদুর রহমান জানান, রবিবার থেকে বাজারের বেচাকেনা চলবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দোষী আকাশ সাহার পিতা অশোক সাহা পুলিশ হেফাজতে আছেন। ওই এলাকায় পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।