নিয়ন্ত্রন হারিয়ে ৫২ জন যাত্রী নিয়ে মিনিবাস খাদে
মোঃ কামরুজ্জামান শনিবার সন্ধ্যা ০৭:২৯, ১৩ জুন, ২০২০
মো. শাকিল হোসেন শওকত,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া থেকে ঢাকা গামী একটি মিনিবাস ৫২ জন পোশাক শ্রমিক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আজ সকাল আনুমানিক ৭ টা এর সময় সাটুরিয়া উপজেলার কাউন হারা নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। সরকারি নির্দেশনা স্বাস্থ্য বিধি অমান্য করে গাদাগাদি করে বগুড়া ভ-৮৩৮৯ নম্বরের ছোট একটি বাসে ৫২ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বলে জানা যায়। যাত্রীরা সবাই নয়াডিঙ্গি এলাকার দ্বার সীমা এপারেন্স নামক পোশাক কারখানার শ্রমিক। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কাউন হারা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৪০ জন নারী ও ১২ জন পুরুষ শ্রমিক আহত হয়। এদের মধ্যে ৩৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, ৩ জনকে ভর্তি করা হয় এবং ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আহত যাত্রীরা।