নির্বাচনী তফসিলের পক্ষে মেজর মোহাম্মদ আলীসহ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি প্রদান
হোসাইন মোহাম্মদ দিদার শনিবার দুপুর ০২:০৬, ২৫ নভেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীসহ দেশের ৩৮৫ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি প্রদান করেছেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও পুনঃতফশিলের দাবিতে সকল দলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে একটি বিবৃতি প্রদান করেছিল দেশের আরেক ১৪১ সদস্য বিশিষ্ট নাগরিক।
এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে দেশের ৩৮৫ জন বিশিষ্ট নাগরিকসহ দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দেশসেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ১৪১জন নাগরিকের বিবৃতির প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন।
এ সংক্রান্ত একটি চিটি এ প্রতিবেদকের কাছে এসেছে।
বিবৃতি প্রদানে দেশের উল্লেখযোগ্য নাগরিকদের মধ্যে ছিলেন সাবেক আমলা,বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও সায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তারা।