কুমিল্লা-১: নৌকার প্রার্থী আব্দুস সবুর বিজয়ী
হোসাইন মোহাম্মদ দিদার রবিবার রাত ০৯:২৭, ৭ জানুয়ারী, ২০২৪
কুমিল্লা-১ আসনে (দাউদকান্দি- তিতাস) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম রোববার(৭ জানুয়ারি) রাত ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে।
নৌকা প্রতীকের প্রার্থীর দুই উপজেলায় মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৯৮৭৩৮। ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিজয়ী হওয়ার পর এক বক্তব্য দাউদকান্দি-তিতাসের জনগণসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও তিনি এই দুই উপজেলাকে নিরাপদ ও স্মার্ট উপজেলায় রুপ দেওয়ার কথা বলেন।
তিনি এই দুই উপজেলায় সকলকে আগামীর দিনগুলোতে সহিংসতার পথ থেকে সরে আসার আহ্বান করেন।
এই দুই উপজেলাকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার কথাও জানান বক্তব্যে। বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার কর্মী সমর্থকদেরকে সহমর্মিতা ও শৃঙ্খলাবদ্ধভাবে আচরণ করার তাগিদ দেন।