ধান বোঝাই ভটভটি উল্টে দুই শ্রমিক নিহত
আবু ইউসুফ,নওগাঁ শুক্রবার দুপুর ০৩:৪৬, ২১ মে, ২০২১
নওগাঁর বদলগাছীতে ধানবোঝাই ভটভটি উল্টে পুকুরে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) রাতে উপজেলার চকদৌলিয়া গ্রামের মতিউর রহমানের সামনে ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার ভগবানপুর গ্রামের ভুট্ট মিয়ার ছেলে আবদুল মজিদ (২৮) ও কাশিমালা গ্রামের মৃত দছির উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধানবোঝাই ভটভটিতে চড়ে ৪-৫ জন শ্রমিক ভান্ডারপুর বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে চকদৌলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির সামনে ভটভটিটি উল্টে পুকুরে পড়ে যায়। এসময় অন্যরা লাফ দিয়ে রক্ষা পেলেও দুই শ্রমিক পুকুরের পানিতে ধানের বস্তার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। এসময় গুরুতর অবস্থায় চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই জন ধান কেনাবেচার শ্রমিক ছিলেন বলেও জানা তিনি।